![Obhiman](https://source.boomplaymusic.com/group10/M00/04/22/8c7b4e1b133a47658968c39e3b92be2a_464_464.jpg)
Obhiman Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আমি এমন একটি নাম
যে স্বপ্ন হয়নি কারো
ইচ্ছে হলে দু:খ নামে
আমায় ডাকতে পারো
আমি এমন একটি নাম
যার সব হয়ে যায় ভুল
ভুলেই থাকি, ভুলেই বাঁচি
ভুলের হুলুস্থুল
তোমাদের এই শহরে আমার
থাকা না থাকা একই
কোথাও কেউ নেই যে আমার
যতদুর হায় দেখি ।।
আমার ফেরার পথ চেয়ে
বসে নেই তো কেউ,
চোখ পুড়ে যায়, বুক জুড়ে হায়
উথাল পাথাল ঢেউ।
আমার ঘরের বারান্দাতে
রোদ আসে না হায়,
দিন চলে যায়, মাস কেটে যায়
রোদের অপেক্ষায়।
তোমাদের এই শহরে আমার
থাকা না থাকা একই
কোথাও কেউ নেই যে আমার
যতদুর হায় দেখি ।।