Bijoy Bangladesh ft. Ataur Rahman Esmam & Abdullah Al Muzahid Lyrics
- Genre:Country
- Year of Release:2023
Lyrics
বিজয় মানে বাংলাদেশের
লাল সবুজের পতাকা
বিজয় মানে সবুজ বুকে
শহীদের রক্তে মাখা
এই দেশ আমার স্বপ্ন গাঁথা
আমার ভাইয়ের অশ্রু ব্যথা
নতুন ভোরে রাঙবে সকাল
সব করে নিঃশেষ
এ বিজয় আগমনে মুক্ত স্বাধীন এই দেশ
নতুন রবি উদয় হল সোনার বাংলাদেশ
এই বিজয় কিনতে হলো লক্ষ্য খুনির বিনিময়
শত শত প্রাণ হারিয়ে বাংলার এই বিজয়
বিজয় মানে পুব আকাশে রক্তিম সূর্য আবেগ
এই দেশের ভালোবাসা বুক জুড়ে পুষে রাখা,
হৃদয়ের গহীন বনে দেশের ছবি আঁকা
নতুন ভোরে রাংবে সকাল সব করে নিঃশেষ