Valobasi Provu Tomare Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আমি তোমায় ডেকে যাবো
তুমি আমায় টেনে নাও
আমি তোমার হয়ে রবো
তুমি আমার হয়ে যাও...২
হয়েছি তোমার পথে পথিক
চেনা নাই জানা
পথযে সঠিক...2
তবুও দিয়েছি ডুব আমি
তোমারি প্রেম সাগরে
আমি ভালোবাসি প্রভু তোমারে
তুমি কাছে টেনে নাও আমারে...2
ভালোবাসার গভীরে
তোমারি নামটি চেনা
হৃদে সুভাস ছড়ালো
যেনো এক হাসনাহেনা... ২
শুধু যে যাই জপে যাই
তুমি ছাড়া নাই কেহ নাই...২
করি শোকর আদায় সিজদাতে পরে
ঐ