Hridoyer Gohine Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
মাদিনা ওয়ালা ওয়াগো মাদিনা ওয়ালা গো
মাদিনা ওয়ালা ওয়াগো মাদিনা ওয়ালা
হৃদয়ের গহীনে মদিনা বাঝে, কবে যাবো জানিনা
আমার মনেরি ঘরে আশা আছে যে যাবো সোনার মাদিনা
ওচরণেরই ধুলিতে পাগল পাড়া
ও কদমেরই ধুলিতে মাতোয়ারা
ইয়া আল্লাহ তুম জানতেহো মেরে দিল কি চাহে
সাপনে মেরে নাবি কো চেহরাতো দেখাদে..
এ জীবনে কি দেখা পাবো কি পাবোনা...
তবু আশা আছে যে মনের গহীনে যাবো সোনার মাদিনা....
এ জীবন আজই ধন্য তোমার কারণে
তোমার জীবন আদর্শ আমার জীবনে
যত দেখি তোমারই হাদীসের বাণী
হৃদয়ে রক্ত ঝড়ে চোখেরই পানি
মেরে দিল কি জো বাত সোনো ইয়া রব্বানা...
তবু মনের আকাশে স্বপ্ন ভাসে যে, যাবো সোনার মাদিনা...