![স্মৃতির খোঁজে](https://source.boomplaymusic.com/group10/M00/06/07/70fb2447877646689bd1dabc7588e5ce_464_464.jpg)
স্মৃতির খোঁজে Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
মনে নেই আজ স্মৃতিগুলো
ভেজা পাতার কালির মতো ভ্যাপসা দিনগুলো
কেমন ছিলে তুমি
কেমন ছিলেম আমি
হয়তো আমার স্মৃতিগুলো তোমার মনে আছে
নীল আকাশে উড়তে কি আমায় দেখো
আমি তো সাগরের পারে বসে তোমায় খুঁজি
ম্লান ছবি আঁকড়ে রাখতে চেষ্টা করি
তবুও বালুর মতো হাত ছাড়া
দিশেহারা পাখির মতো , ছুটছে তোমার স্মৃতি গুলো
ইচ্ছে সত্ত্বেও আমি হারা
দিশেহারা মাঝির মতো , ভাসছি আমি নিয়ত স্রোতের সহ
ছিলে পাশে এই কত , স্মৃতি নেই , হয় নিহত
সময়ের দানা ধরে , চলেছি বহু দূরে
আলো কি দেখো দূরে , গাও গান জীবন সুরে
তবে কি থাকে কিছু , অন্তকাল জুড়ে