![পারি দিবো](https://source.boomplaymusic.com/group10/M00/06/07/70fb2447877646689bd1dabc7588e5ce_464_464.jpg)
পারি দিবো Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
যেদিন দেখেছি তোমাকে আমি
সেদিন থেকে ভালোবাসা
তোমার জন্য প্রাণ এই গান আমার
তুমি তো বুঝ না
তোমার জন্য সুরে ভাষা এই গিটার আমার
পারি দিবো সব সমুদ্র
তোমার হাত ধরে আমার বেথা গুলো সব ভেসে গেল দূরে
নেই আর কোনো ভয় আজ
তোমার হাসি শুনে আমার জীবন ভরে
ভালোবাসা গভীর কত তুমি জানো কি
নিশ্বাস আমার কখনো এমন থামেনি
আমি তারায় তারায় আঁকি আমার সুখের ছবি
কিসের মায়ায় এমন এই নিয়তি
পারি দিবো সব সমুদ্র
তোমার হাত ধরে আমার বেথা গুলো সব ভেসে গেল দূরে
নেই আর কোনো ভয় আজ
তোমার হাসি শুনে আমার জীবন ভরে
এই বাসা সর্ব স্বত্ব
থাকবো আমি চিরকাল তোমার হয়ে
ভালোবাসা রইবে পরকাল
আমার স্বপ্ন সব পরিনিত তোমার স্বপ্নে