![চেনা অচেনার](https://source.boomplaymusic.com/group10/M00/06/07/70fb2447877646689bd1dabc7588e5ce_464_464.jpg)
চেনা অচেনার Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
নিজের আঁধারে জড়িয়ে
ভিড়ের মাঝে লুকিয়ে
লিখছি এক অদ্ভুত রচনা , নিজের কল্পনা
লেখা পাতায় আজ আগুন জলে
আগুন জলে
চিনি না নিজেকে , আয়নায় রূপ বদলে গেছে
চেনো কি আমাকে বলো একবার নাম ডেকে
আমি আর বুঝি না তুমি কি চেনা না অচেনা
নিয়তি আমারি কি এমনি , বলোনা
বলোনা এই কি শুধু কল্পনা
বলোনা এই কি শেষ গল্পটা
চেনা অচেনার ভিড়ে , হারিয়ে আছি আমি পথহারা
যারা থমকে আছে তাদের নিয়েই গল্পটা
হেটে যাবো আমরা, চলবে আমাদের পথচলা
হেটে যাবো আমরা, একি পাশে তবে একা