Shupto Sihoron Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
তুমি অবতার সেই কল্পনার
স্বপ্নের আলাপন
তুমি বৃষ্টির তালে বাধাঁনো
মুগ্ধ করা গান
তুমি মৃদু বাতাস হয়ে
ছুঁয়ে যাওয়া প্রাণ
তুমি স্রোতের ধারা হওয়া
আমার পিছুটান
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
তুমি মন ভুলিয়ে দেওয়া
কাঠগোলাপের ঘ্রাণ
তুমি নীল রঙে রাঙানো
প্রিয় অভিমান
তুমি রাত পোহানো তারার
সুখের আলোড়ন
তুমি আমার প্রথম প্রেমের
সুপ্ত শিহরণ
তোমায় রাঙিয়ে স্বপ্নেরা
আজ মেলছে ডানা
কাছে পেয়েও তোমায়
ছুঁতে মানা
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা