Meghe Dhaka Tara Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
হঠাৎ সেদিন, সন্ধ্যেবেলা
আধো আলো নীলচে ছায়া
তোমার মুখে পরছে যখন
কেড়ে নিয়েছ আমার এ মন
সেদিন হতেই তোমারি আমি
তোমারি ছিলাম কতটা জানি
আজ তো তোমার পাই নি দেখা
ও আকাশ আমার মেঘে ঢাকা
তারাগুলো যাচ্ছে সরে
লুকোচুরি, আঁধার ঘরে
হারিয়ে বলো কোথায় আলো?
মেঘে ঢাকা আকাশে
বৃষ্টি ঝরে নীরবে
কী করে বলো বাসবো ভালো?
বাজে দেখ বেদনার সুর
হারিয়ে তুমি কেন বহুদূর?
সেদিন হতেই তোমারি আমি
তোমারি ছিলাম কতটা জানি
আজ তো তোমার পাই নি দেখা
ও আকাশ আমার মেঘে ঢাকা
হঠাৎ সেদিন, সন্ধ্যেবেলা
আধো আলো নীলচে ছায়া
তোমার মুখে পরছে যখন
কেড়ে নিয়েছ আমার এ মন
সেদিন হতেই তোমারি আমি
তোমারি ছিলাম কতটা জানি
আজ তো তোমার পাই নি দেখা
ও আকাশ আমার মেঘে ঢাকা
ও আকাশ আমার মেঘে ঢাকা