Kotha Onek Baki Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
এই আঁধারে আলোর খোঁজে
দিচ্ছি তোমায় ডাক
তুমি এসে চুপিসারে
ছুঁয়ে দিলে হাত
নীরবতা ধীরে ধীরে
ঘিরে গেল তোমায়
আমি একা বসে
বারান্দার এক কোণায়
এই আঁধারে আলোর খোঁজে
দিচ্ছি তোমায় ডাক
তুমি এসে চুপিসারে
ছুঁয়ে দিলে হাত
নীরবতা ধীরে ধীরে
ঘিরে গেল তোমায়
আমি একা বসে
বারান্দার এক কোণায়
কথা অনেক বাকি
কেন দিলে ফাঁকি?
মেঘ ঝরে আমায় কাঁদিয়ে
তোমার এই ছলনা
আমাকে বলনা
আসবে কী ফিরে আমার হয়ে?
তুমি থেকে যাও এ হৃদয়ে
শুধুই আজ আমার হয়ে
তুমি থেকে যাও এ হৃদয়ে
শুধুই আজ আমার হয়ে
তুমি থেকে যাও
এই আঁধারে চাচ্ছি ফিরে
আবার তোমাকে
জানলা দিয়ে হাত বাড়িয়ে
তোমারি খোঁজে
বর্ষা হয়ে তুমি শুধু
ছুঁয়ে যাও আমায়
আমি একা বসে
আজও সেই বারান্দায়
কথা আরও বাকী
তুমি শুনবে নাকি?
এক মুঠো রোদ জড়িয়ে
আমার হাতটা ধরে
দুচোখ বন্ধ করে
নতুন এক গল্প লিখি
তুমি থেকে যাও আমার হয়ে
শুধুই আজ এ হৃদয়ে
তুমি থেকে যাও আমার হয়ে
শধুই আজ এ হৃদয়ে
তুমি থেকে যাও
তুমি থেকে ….. এ হৃদয়ে
শুধুই ….. আমার হয়ে
তুমি থেকে যাও এ হৃদয়ে
শুধুই আজ আমার হয়ে
তুমি থেকে যাও