Bhul Shopno Lyrics
- Genre:Alternative
- Year of Release:2022
Lyrics
হয়তো তুমিও ভাবছো আমারই কথা
নয়তো কখনো ফেলে যেতে না একা
কিছু ভুল ছিলো না হয় আমার বোঝাতে
আজো হাঁটি সেই পথে তোমায় খুঁজতে
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
হয়তো তুমিও ভাবছো আমারই কথা
নয়তো কখনো ফেলে যেতে না একা
কিছু ভুল ছিলো না হয় আমার বোঝাতে
আজো হাঁটি সেই পথে তোমায় খুঁজতে
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
যদি কখনো দেখা হয়ে যায় পথে
হয়তো দেখবো তোমায় কোনো অন্য সাজে
তখনো কি ভেবে নিব ছিলে আমারই
নাকি কখনো ছিলেনা আমারই
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার
আমি ভুল করে ভুলে থাকি তুমি আমার
সব কিছু বুঝেও ভুলে থাকি ভয় হারাবার