Alor Shihoron Lyrics
- Genre:Alternative
- Year of Release:2022
Lyrics
দূর পথে একা তাকিয়ে
ঝাপসা আলোর শিহরণে
কোমল বাতাসের মাঝে
কার যেনো ছায়া পড়ে
খুঁজে যায় আড়ালে
ভিজে যাওয়া শরীরে
জ্যোছনা তুমি হারাও
আমায় একা রেখে
তারা তুমি লুকাও
কেনো আড়াল হয়ে
ছায়া পথ অন্তিম স্মরণে
ভেজা প্রশ্ন আঙ্গুল তোলে
নিস্তব্ধে অলস প্রহর
কথোপকথন নিজের সাথে
ছিড়ে যাক সব বাধা
ফিরে পাওয়ার আকুলতা
ভেবোনা ভুলে গেছি অবহেলায়
এই আমি তোমায়
চেয়ে আছি আজও সেই পথে
হারিয়েছি যে পথে
জ্যোছনা তুমি হারাও
আমায় একা রেখে
তারা তুমি লুকাও
কেনো আড়াল হয়ে