Megh Lyrics
- Genre:Alternative
- Year of Release:2022
Lyrics
যেখানে তোমার অলস সময় আমার অপেক্ষায়
ক্লান্ত আমি নির্বাক ওপাশের জানালায়
নিস্তব্দে ঝুলে থাকা এই আলাপন থেমে রয়
আলো ছায়ার কালো মেঘের আলোর রঙে
নিভে যাওয়া কত স্বপ্ন
আমি তার মেঘের ভেলায় ভেসে যাই বহুদূর
নীল আকাশে খুঁজে বেড়াই হারানো কত সুর
নীরবে থাকা আমার অস্তিত্ব হারিয়ে যায়
শরতের ঐ সকাল ভোরের ঐ কুয়াশায়
আমি তার মেঘের ভেলায় ভেসে যাই বহুদূর
নীল আকাশে খুঁজে বেড়াই হারানো কত সুর