Lillahi Takbir Allahu Akbar Lyrics
- Genre:Light
- Year of Release:2022
Lyrics
তুলি হাঁক আকবারি হাঁক- আল্লাহু আকবার
ভেঙে যাক্ জুলমাতি ঝাঁক- শিরকিয়া মাখবার।
তুলি হাঁক আকবারি হাঁক- আল্লাহু আকবার
ভেঙে যাক্ জুলমাতি ঝাঁক- শিরকিয়া মাখবার।
তাগুতের মাসনাদি হাত হোক কুপোকাত,ভয়ে-
শিদ্দাতি নাম শোনে শোনে, আজিজ ও কাহ্হার।
আল্লাহু আকবার -আল্লাহু আকবার
আল্লাহু আকবার -আল্লাহু আকবার
জিহাদের ময়দানে এই আকবারি হাঁক শোনে
আবু জেহেলের সাথীদের 'আগ্' লাগে তনু-মনে।
জিহাদের ময়দানে এই আকবারি হাঁক শোনে
আবু জেহেলের সাথীদের 'আগ্' লাগে তনু-মনে।
জ্বলে জ্বলে ছাঁই হয়ে-যায় বদ কাফেরের দল
ইমানদারের এই ধ্বনিতেই বাড়ে মনোবল।
আল্লাহু আকবার-যিনি জালিল ও জাব্বার
কাদীর ও সুবহান তিনি কাবির ও ছাত্তার।
আল্লাহু আকবার-আল্লাহু আকবার।
আল্লাহু আকবার-আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবির-আল্লাহু আকবার।
সাহসের তরবারি এই আকবারি আওয়াজ
যেই আওয়াজে ভেঙে পড়ে মুশরিকি কাওয়াজ।
সাহসের তরবারি এই আকবারি আওয়াজ
যেই আওয়াজে ভেঙে পড়ে মুশরিকি কাওয়াজ।
এ মহান শব্দবোমার কী ক্ষমতা জানে তারা
এ বোমায় কেঁপে ওঠে থরথরো ফুযযার যাহারা।
সবই যে তাঁর ক্ষমতার আহকামি কারবার
আল্লাহু আকবার যিনি হাকিম ও গাফফার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
তুলি হাঁক আকবারি হাঁক- আল্লাহু আকবার
ভেঙে যাক্ জুলমাতি ঝাঁক- শিরকিয়া মাখবার।
তাগুতের মাসনাদি হাত হোক কুপোকাত,ভয়ে-
শিদ্দাতি নাম শোনে শোনে, আজিজ ও কাহ্হার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার।