![Je Kono Kaj Korona Vai](https://source.boomplaymusic.com/group10/M00/06/25/327d3a1b7b55478a9c7f8ce35a5cef7c_464_464.jpg)
Je Kono Kaj Korona Vai Lyrics
- Genre:Light
- Year of Release:2022
Lyrics
যে কোন কাজ কর না ভাই
যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
যে কোন কাজ কর না ভাই
যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা পড়ালেখা
রঙের ভাষায় ছবি আঁকা
হোকনা সেটা সামান্য কাজ
কিংবা মহোত্তরও
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
যে কোন কাজ কর না ভাই
যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে
যেথায় তুমি থাকনা ভাই
কাছে নয়তো দূরে
কাজের চিন্তা রাখবে মাথায়
মনের মুকুরে
হোকনা সেটা চড়–ইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা চড়–ইভাতি
খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা
বাজার করাই ধরো
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
যে কোন কাজ কর না ভাই
যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
যে কোন কাজ কর না ভাই
যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও
তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দরও