Imaner Pothe ft. Mehjabin Toma Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার
মহা-মহিম দয়াময়
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদীন ফাসেকেরা করে হইচই
আযাযিল এসে গোমরাহী সুর গানে
করে তোলে মোহময়
আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময়
প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময়