Prithibi Amar Asol Thikana Noy Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মিছে এই মানুষের বন্ধন
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মিছে এই মানুষের বন্ধন
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মিছে এই জীবনের রংধনু সাত রং
মিছে এই জীবনের রংধনু সাত রং
মিছে এই দুদিনের অভিনয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মিছে এই ক্ষমতার দন্দ
মিছে গান কবিতার ছন্দ
মিছে এই ক্ষমতার দন্দ
মিছে গান কবিতার ছন্দ
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে
মিছে এই জয় আর পরাজয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়
পৃথিবী আমার আসল ঠিকানা নয়