Shonona Bojhona Bolona Lyrics
- Genre:Soul
- Year of Release:2020
Lyrics
তুমি আমার স্বপ্নে আসা,
ভালোবাসার তরের আশা
দেখনা আমায় আমি বাঁধা
সৃতি তোমার সঙ্গী আমার
তুমি কি শোননা?বোঝনা? বলনা...
ডাকি তোমাকে আজও কোনো জোছনায়
তোমার ওই চোখে দেখে আমার সবই লেখা
শুধু তুমি নেই আজ এই জীবনে আমার
যায়না বলা তোমায় এখন
তুমি আমার কত আপন
হৃদয়ের যত আছে কথা
না বলে কি যায় থাকা
তুমি কি শোননা?বোঝনা? বলনা...
ডাকি তোমাকে আজও কোনো জোছনায়
তোমার ওই চোখে দেখে আমার সবি লেখা
শুধু তুমি নেই আজ এই জীবনে আমার
চোখে আমার নেই কোন জল
বুকে ভরা কষ্টের সাগর
ভেবনা আজ আমি একা
আছো তুমি পাশে সারাক্ষণ
তুমি কি শোননা?বোঝনা? বলনা...
ডাকি তোমাকে আজও কোনো জোছনায়
তোমার ওই চোখে দেখে আমার সবি লেখা
শুধু তুমি নেই আজ এই জীবনে আমার