Shadhinota Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
বেড়ায় ঘেরা, কাদায় মাখা
স্বাধীনতার এই গান
বেরাই এখন, যখন তখন
আমার ঘরের প্রিয় কোণ
ভাবিনি আর বেশি কিছু
ভাবার কি আর প্রয়োজন
ভাবিনি আর বেশি কিছু
ভাবার কি আর প্রয়োজন?
সবই দেখি আগের মতই
তোমায় পাওয়ার আগের শব
সবই শুনি আগের মতই
তোমায় শোনার আগের সব