
Dorodi Dorodi Naire ft. Pantho Kanai Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2025
Lyrics
আমি ভালোবাসব করে রে,
আমার (বান্ধব) কোথায় রইলা রে
দরদী দরদী নাইরে।
ও তুমি দাও হে দেখা প্রাণ বন্ধু ,
দাও হে দেখা প্রাণ বন্ধু
তোমায় দেইখা প্রাণ জুড়াই,
দরদী দরদী নাইরে ।
ভালোবাইসা চলে যে গেল,
সে কোথায় গিয়া লুকী দিল রে,
আর ও বান্ধব রে, কোথায় গিয়ে লুকি দিল,
কোথায় গিয়ে লুকি দিল,
খুঁজিয়া না পাই তারে,
দরদী দরদী নাইরে।
সমুদ্রে ফেনারে যেমন তেমনি আমার এ জীবন ও রে,
আরে ও বান্ধব রে।।
জলের মাঝে জীবন কাটে,
সাঁতার দিয়া কূল না পাই,
দরদী দরদী নাইরে। ।
মধু মাখা বানী রে দিয়া জগৎ গেল ভুলাইয়া রে,
আরে ও দয়াল রে।।
ভেবে বলে এই পাগলে,
ভেবে বলে এই পাগলের চরণ তলে দিও ঠাঁই,
দরদী দরদী নাইরে।
আমি ভালোবাসব করে রে,
আমার (বান্ধব) কোথায় রইলা রে
দরদী দরদী নাইরে।
ও তুমি দাও হে দেখা প্রাণ বন্ধু ,
দাও হে দেখা প্রাণ বন্ধু
তোমায় দেইখা প্রাণ জুড়াই,দরদী দরদী নাইরে ।
ভালোবাইসা চলে যে গেল,
সে কোথায় গিয়া লুকী দিল রে,
আর ও বান্ধব রে, কোথায় গিয়ে লুকি দিল,
কোথায় গিয়ে লুকি দিল,
খুঁজিয়া না পাই তারে,
দরদী দরদী নাইরে।
সমুদ্রে ফেনারে যেমন তেমনি আমার এ জীবন ও রে,
আরে ও বান্ধব রে।।
জলের মাঝে জীবন কাটে, সাঁতার দিয়া কূল না পাই,
দরদী দরদী নাইরে। ।
মধু মাখা বানী রে দিয়া জগৎ গেল ভুলাইয়া রে,
আরে ও দয়াল রে।।
ভেবে বলে এই পাগলে,
ভেবে বলে এই পাগলের চরণ তলে দিও ঠাঁই,
দরদী দরদী নাইরে।