
Phul Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2025
Lyrics
গাছের ফুল ফুটে বনে
প্রেমের ফুল ফোটে মনে
গাছের ফুল হাতে দিলাম
প্রেমের ফুল মনে নিলাম।।
তুই যে আমার হাসনাহেনা
গোলাপ চম্পা বেলি
আয়না বন্ধু দুজন মিলে
প্রেমের খেলা খেলি ।।
চম্পা বেলি চম্পা বেলি
ফুলে ফুলে প্রেম খেলি
হাসনাহেনা গোলাপ বেলি
আয়না বন্ধু প্রেম খেলি
বিনি সুতার মালা গেঁথে
পড়া বোঝে তোরে
তুই দূরে থাকলে সরে
মালা যাবে ঝরে।।
তুই যে আমার হাসনাহেনা
গোলাপ চম্পা বেলি
আয়না বন্ধু দুজন মিলে
প্রেমের খেলা খেলি ।।
চম্পা বেলি চম্পা বেলি
ফুলে ফুলে প্রেম খেলি
হাসনাহেনা গোলাপ বেলি
আয়না বন্ধু প্রেম খেলি
ফুলে ফুলে সাজবে বাসর।
তোমার আমার ঘরে
বলো বন্ধু কেমন হবে
ভেবো অবসরে
তুই যে আমার হাসনাহেনা
গোলাপ চম্পা বেলি
আয়না বন্ধু দুজন মিলে
প্রেমের খেলা খেলি ।।
চম্পা বেলি চম্পা বেলি
ফুলে ফুলে প্রেম খেলি
হাসনাহেনা গোলাপ বেলি
আয়না বন্ধু প্রেম খেলি