
School Bag e Telapoka Lyrics
- Genre:Pop
- Year of Release:2025
Lyrics
আমার স্কুলেরও ব্যাগে এখন তেলাপোকার বাস
যাইনি কতদিন হলো যে প্রাণের স্কুলে
আমার পাঠশালা আর বন্ধুরা সব এখন ইতিহাস
কোন ক্লাসে পড়তাম আমি গেছি তাও ভুলে।।
---
আমার মনে পড়ে না কবে কলম ধরেছি
স্কুলের বেঞ্চে বসে অংক করেছি
পড়ালেখার নামে খাওয়ায় অনলাইন গুলে।।
---
আমার স্কুলের পোশাক এখন গায়ে লাগে না
টানাটানি করেও জুতা পায়ে লাগে না
কতদিন নেইনি আমি ব্যাগ পিঠে তুলে।।