
Day Care Lyrics
- Genre:Pop
- Year of Release:2025
Lyrics
মোবাইলে গেম খেলো না, নষ্ট হবে চোখ
ল্যাপটপ আর কম্পিউটারে ধরবে নেশা রোগ
আমি এখন কোথায় পাবো একটু বিনোদন
নানু দাদুর কোল ঘেঁষি না, বলবে ডেকে শোন
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।।
---
অনেক ভোরে আব্বু আমায় রেখে চলে যায়
আমার সাথে খেলার মতো সময়টা কোথায়!
মা ও আমার চাকরি করে, ঘরে থাকে না
আমি থাকি ডে-কেয়ারে, ভালো লাগে না
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।।
---
ভাড়া করা আদর যদি লক্ষ টাকার হয়
বাবা মায়ের একটি চুমের সমান সে তো নয়
অনেক দামী খেলনা জামা খাবার তো চাই না
বাবা মায়ের আদরটা চাই এইটুকু বায়না
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।।