Akbar Ase Nili na Khobor ((Female Version)) ft. Jhinuk Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
চিতার অনল দিয়া বুকে
কেমন করে থাকিস সুখে!
যতন কইরা বিনা দোষে
ভাঙলি রে অন্তর---
একবার এসে---নিলিনা খবর!!
বিষ মাখা তোর মুখের কথায়
মনটা করলি গুঁড়া!
এমন কোনো ঔষধ নাই রে
লাগাইবে তা জোড়া!
এখন আমার ভাঙা বুকে
কে বাঁধিবে ঘর?---
একবার এসে---নিলিনা খবর!!
তোর পিরিতে মজিয়ে মন
হলাম জিন্দা লাশ!
জেনে শুনে করলি কেনো
এমন সর্বনাশ?
আজ বুঝেছি আমার লাগি
হয় না মায়া তোর! --
একবার এসে---নিলিনা খবর!!