![Tui Pashan Boro Chalak](https://source.boomplaymusic.com/group10/M00/08/22/91249d64c0b745c7a4a057d81086a6c1H3000W3000_464_464.jpg)
Tui Pashan Boro Chalak Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
তুই পাষান বড়ই চালাক
কঠিন স্বার্থ পর
স্বার্থের লাইগা করলি খেলা
বাইন্ধা মনে ঘর
তোর অন্তরে নাইরে মায়া
দেখতেই শুধু ভালা
মনের খবর কেউ জানেনা
মনটা কত কালা।।
মিষ্টি মিষ্টি কথা কইয়া
মনটা কাইড়া নিস
মুখে মুখে ভালো বাসিস
অন্তরে তোর বিশ
প্রেমের বিষে ধরলে তোরে
বুঝবি তার জ্বালা।।
মুখের কথা মনের আশা
হইতো যদি এক
পাইতাম না-রে কষ্ট মনে
পাইতাম নারে ছ্যাক
ভালবেসে পারলামনা তোর
ইইতে গলার মালা।।