
Chokhta Chepe Jodi Dhorti Lyrics
- Genre:Country
- Year of Release:2024
Lyrics
আমার মন খারাপের বিকেলগুলো তোর ভাবনায় বন্দী
টুকরো স্মৃতি খুঁজে বেড়ায় পালিয়ে যাওয়ার ফন্দি।
তোর শহর ভরা আনন্দ-মেঘ, উধাও হলো বৃষ্টি
আমি তোকে ভেবে সারা বেলা ঝাপসা করি দৃষ্টি।
আমার স্তব্ধ প্রহর শূন্য ভীষণ, দু'চোখ জলে ভর্তি,
একটু এসে পেছন থেকে চোখটা চেপে যদি ধরতি।
আমার একলা থাকার বারান্দায়, গভীর হাওয়ায় ভাসছি,
সে হাওয়ার তোড়ে কানে বাজলো হঠাৎ- একটু দাঁড়া আসছি।
বলতি হেসে, আমি তো আছি, চিন্তা করিস কেন?
কিভাবে কিভাবে জানি হয়ে যেতো সব চিন্তা হালকা যেন
তোর কাছে এসে বারবার ভাবা এ জীবন নির্ভার
সব হারিয়ে তোর ই কাছে ফিরে আসতাম বারেবার
আমার এমন হাজার মুহূর্তকে তুই জমকালো করে রাখতি,
একটু এসে পেছন থেকে চোখটা চেপে যদি ধরতি