Tumi Ele Bole Lyrics
- Genre:Soul
- Year of Release:2024
Lyrics
তুমি এলে বলে এ লগন আজ
বড় বেশি এলোমেলো
তুমি এলে বলে নিষ্প্রাণ দেখো
প্রাণ ফিরে যেন পেলো
তুমি এলে বলে একাকী প্রহর
মুখরিত অনুভবে
বিবাগী আমায় সাজিয়ে যায়
স্বপ্নীল কলরবে
তুমি এলে বলে আলো ছায়া ঘেরা
আজ এই নিশিথিনী
তুমি এলে বলে তারাদের আজ
অবিরাম কানাকানি
তুমি এলে বলে পৃথিবীকে আজ
মায়াময় মনে হয়
জোছনা টা আজ চুপিচুপি দেখো
তোমারই কথা কয়
তুমি এলে বলে অপূর্ণ আজ
পূর্ণতা ফিরে পেলো
তুমি এলে বলে জমানো বিষাদ
নিমেষেই কেটে গেলো
তুমি এলে বলে দুখেরই প্রহর
সুখে সুখে ভরে যায়
জীবনের তরী ছুটে ছুটে চলে
ভালবাসার মোহনায়