TASBIH MALA Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
চাঁদ হাসে তারা জ্বলে
তোমার প্রেমে
ফুল ফোটে পাখি গায়
তোমার প্রেমে ।।
আমিওতো সেই প্রেমে
ডুবে যাই রোজ
তাসবিহ মালা জপি
তোমার নামে ।।
সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহুআকবার
দিন রাত আসে যায়
তোমার কথায়
বাঁচে মরে সকলেই
তব ইশারায় ।।
তুমি আছো বলে তাই
সুখেরই ছোয়া পাই
জীবনে রহমের বারী নামে
তোমার চাওয়ায় ঝরে
বৃষ্টি ধরায়
প্রকৃতি সেজে ওঠে
সবুজ মায়ায় ।।
অপরূপ সৃষ্টিতে
দোলা লাগে দৃষ্টিতে
শোকরের চিঠি লিখি মনের খামে