Jagore Jagore Abar Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
লান্ঞ্চিত কেনো রাস্তাঘাটে
আমার প্রিয় বোন,
জিম্মি করে করছে ওরা
অধিকার হরন।
পাওনা কি হায় শুনতে তুমি?
ওদের হাহাকার,
ভাই বলে তুমি দাবী করো ফের
প্রাতিবাদে নেই সোচ্চার—
(জাগোরে জাগোরে এবার
সময় এসেছে এবার,
ধর্ষক খুনি ঐ ঘাতকের
ক্ষমতা লুটিয়ে দেবার)
ঐ শকুনের দল,
মুখ লুকিয়ে সাধুর বেশে
করছে চলাচল। ২
আকুতি দেখো প্রিয় বোনের
অসহায় বারবার —ঐ
স্বাধীন দেশে থেকেও কেনো
হচ্ছে ওরা শিকার,
গুম করে ঐ জালিমের দল
হচ্ছে না তার বিচার।২
কেন কেন কেন
কেন কেন কেন?
মা-বোনেরা পাচ্ছে না দেখা
শুদ্ধ নিরাপত্তার —ঐ