Bhober Nodi ft. Sayeeda Shampa Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
ভবের নদী সাগরেতে লাগলো প্লাবন
কেউ চলে গেলো দুরে
কেউ বসত নিলো তীরে
তুমি বন্ধু আমার মনের স্বপ্ন ভিটায়
রেখে দিও মন ।
তুমি বন্ধু আমার মনের স্বপ্ন ভিটায়
রেখো তোমার মন ॥
দেখবো আকাশ আজ তোমার সাথে
যদি হাত রাখো হাতে
পাখীদের ডানাতে ভেসে
হারাবো রূপকথাতে ।
দু’চোখে নেই আর, বিষাদ আঁধার
সূর্যতে সাজাই লগন
আর তো নয় বেদনা, বিফল রোদের
আলোর ভাবনা যে এখন ।
ভালবাসার সুখ স্পর্শ বুকে
হৃদয়ে ভয় কি থাকে
বিষন্ন পৃথিবীর ধূলো
সরাবো হাসি মুখে ।
স্বপ্নরা জিতবে জানি তখন
স্বপ্নতে ভাসবো দু’জন
লিখবো সেই কথাটা শেষ কবিতায়
ভালো বাসি যে ভীষণ ।