Amraito Bangladesh ft. Sayeeda Shampa Lyrics
- Genre:Country
- Year of Release:2023
Lyrics
দু:খ বিছানো মলিন আকাশে
কালো রঙ মাখে, মেঘের পালক
সেই কালো রঙ ভাঙ্গি তুফানে
ছড়িয়ে আলোর বিজলী চমক।
আমরাই তো সোনার বাঙলাদেশ
আশার মশাল দু’হাতে
আমরা সাহস , সূর্যেরই চোখ ।।
স্বপ্ন খরায়, মিথ্যে কথার জোয়ারে
সত্য যদি যায় দুরে ভেসে
বুনো হাওয়াতে, স্রোতের বাঁকা ঢেউ
দিবো থামিয়ে , পাহাড় হোয়ে এসে ।
অবাক জাগরনে, সত্য-প্রাণের
ফের হবে যোগাযোগ ।
আমরাই তো সোনার বাঙলাদেশ
আশার মশাল দু’হাতে
আমরা সাহস , সূর্যেরই চোখ ।।
সবুজ যদি, নাই ধরে আজ ফসলে
শস্য-দানার চোখে ধূলো পড়ে
গাইবো তখন , বৃষ্টি ঝরার গান
পাকা ফসলে, উঠোন যাবে ভরে ।
শ্রাবণ ইশারাতে , সবুজের সাথে
ফের হবে যোগাযোগ ।
আমরাই তো সোনার বাঙলাদেশ
আশার মশাল দু’হাতে
আমরা সাহস সূর্যেরই চোখ ।