Noya Provat Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
কতো কষ্টে যায় যে দিন
কি যে ব্যথা আসে রাত
এরই মাঝে স্বপ্ন বুনি
আসবে নয়া প্রভাত।
প্রতিদিন খুন আর গুমের খবর
পাইনা হদিস কোই লাশের কবর
দিন যায় রাত যায় কতো যে অপেক্ষায়
আসে না তো হায় কোন সংবাদ।
নির্ঘুম রাত কাটে কতো জননীর
মেহেদীর রং মুছে যায় বধুয়ার
নিষ্পাপ শিশু খুঁজে সোহাগ বাবার
বিচারের বাণী নীরবে কাঁদে
পাপের ভারে খোদার আরশ কাঁপে
মজলুম জনতার সীমাহীন কান্নায়
বিধাতার আঘাত জানি আসে নির্ঘাত।