![Eso Gai Allah Namer Gan ft. Saimum Shilpigosthi](https://source.boomplaymusic.com/group10/M00/08/21/bd0c92182a1e4df5b7e67ca3444a9964_464_464.jpg)
Eso Gai Allah Namer Gan ft. Saimum Shilpigosthi Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
এসো গাই আল্লাহ নামের গান
এসো গাই গানের সেরা গান
তনুমনে তুলবো তুমুল
তূর্য তাল ও তান ॥
পাখনা মেলে উড়লে পাখি
গায় কি ও নাম ডাকি ডাকি
আকাশ নীলে মেঘের ভেলা
নিত্য চলমান ॥
ঢেউ সে দুলে দুলে বুঝি
সাত সাগরে বেড়ায় খুঁজি
ওই নামেরই অরূপ রতন
হীরা ও কাঞ্চন ॥
মাঠে মাঠে বনে বনে
সবুজ সবুজ আলাপনে
ওই নামেরই আলোকধারা
জমিন ও আসমান ॥