![Govire ft. Priyanka Gope](https://source.boomplaymusic.com/group10/M00/01/12/651409ea9ddc4a24889284d3b08a931eH3000W3000_464_464.jpg)
Govire ft. Priyanka Gope Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
বুকেরই ভেতরে গভীর করে
লিখেছি তোমাকে কত আদরে
সবুজের সাঁতারে মেঘ ছোঁয়া পাহাড়ে
নির্বাক দেখি মুগ্ধ আহারে
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি প্রিয়তমা
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি প্রিয়তমা
আকাশের কবিতায় আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে বাতাসে লিখে যায়
আকাশের কবিতায় আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে বাতাসে লিখে যায়
হৃদয় জুড়ে প্রিয় উপমা
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি প্রিয়তমা
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি প্রিয়তমা
জীবনের মাঝটায় ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে তোমাকে বুনে যায়
জীবনের মাঝটায় ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে তোমাকে বুনে যায়
অনেক কথাই আছে জমা
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি প্রিয়তমা
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি প্রিয়তমা