Get Premium

Kalankini Kaali Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2024
Lyrics
এমনি কাজল আমি, কালো করে আঁকি
আমি যেন তোর চোখে কালো হয়ে থাকি
অশ্রু হয়ে তোর কাজলে দি গালি!
অশ্রু কাজলে তুই, কলঙ্কিনী কালী!
সিঁদুর লাল ঐ সুরেতে
সাধন ভাঙ্গা তাল
আদি শক্তি নারী
আমি স্বয়ং মহাকাল!
নিষ্ঠুরে আমি হাহাকার
তোর দুঃখ থালি!
অশ্রু কাজলে তুই
কলঙ্কিনী কালী!