Chander Kache Moner Dukkho Koi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
এতো দূংখ দিলা তুমি..
প্রাণে কেমনে সই..
সোনা বন্ধুরে..
চান্দের কাছে মনের দূংখ কই...
নিজের বলতে নাইরে কিছু..
সবি দিলাম যারে...
সেই যদি গো দেয়রে দূংখ
বিশ্বাস করি কারে..(২)
ভাসি ডুবি ডুবি ভাসি..
প্লাবণে অধই..
সোনা বন্ধুরে
চান্দের কাছে মনের দূংখ কই..
কূলবিনাসী বানাই যাইবা..
জানতাম যদি আগে..
তবে কি আর দারুণ মায়া..
তোমার প্রতি জাগে...(২)
শেষ বিদায়ের কালেও বন্ধুর.
অপেক্ষাতে রই...
চান্দের কাছে মনের দূংখ কই..
মল্লিকের হইলোনা পাওয়া..
জনমের ফেতরে..
আপন কইয়ো জায়গা দিলাম.
কান্দাইলো আমারে..(২)
আবার যদি আসি ভবে..
দাসের দাসী হই...
সোনা বন্ধুরে
চান্দের কাছে মনের দূংখ কই..