Koiro na Bia Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ড় আশা কইরা বাবায় টাউনে দিছে বিয়া
হোন্ডা একখান সাথে দিলো কত কী বেচিয়া
(ওরে) জামাই এখন ঘুইরা বেড়ায় নতুন সাথী লইয়া (হায়)
কইরো না কইরো না তোমরা আমার মতো বিয়া।
দুঃখের কথা কইমু কারে মরতে ইচ্ছা হয়
দিবানিশি সোয়ামি মোরে মন্দ কথা কয়
(ওরে) নোনাজলে জাগছে খরা বুকের কষ্ট দিয়া (হায়)
কইরো না কইরো না তোমরা আমার মতো বিয়া।
ইটের ঘরে বন্দি হইয়া বন্ধু বিনে থাকি
পতির মনে অন্যজনে দিছে মোরে ফাঁকি
(ওরে) সুখের আশায় পরান কান্দে কান্দে আমার হিয়া (হায়)
কইরো না কইরো না তোমরা আমার মতো বিয়া।