Rongila Sonar Chan Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
রঙ্গিলা সোনার চান
তোমার লাইগা মন করে আনচান ২বার
বুকের ভিতর রাইখা গাইতাম ২বার
মমতাজের গান
রঙ্গিলা সোনার চান
তোমার লাইগা মন করে আনচান ২বার
কত সুন্দর মুখের হাসি
আউলা ঝাউলা চুল
শাকিব খানের মতো আবার
কানে পড়ছে দুল ২বার
আড়াল হলে যেন মরি ২বার
কান্দেরে পরান
রঙ্গিলা সোনার চান
তোমার লাইগা মন করে আনচান ২বার
এত দেখি মন ভরেনা
সাত আসমানের তারা
সোনা বন্ধু এখন যেন
আমার বাচা মরা ২বার
কি জাদু করিল বন্ধ ২বার
দেহে রয় না প্রাণ
রঙ্গিলা সোনার চান
তোমার লাইগা মন করে আনচান ২বার
নাওয়া খাওয়া নাইরে আমার
দুরচিন্তাতে আছি
বউ বানাইয়া ঘরে নিলে
তবে যেন বাঁচি ২বার
কয় মল্লিকের বন্ধু তুমি
খোদাতালার দান
রঙ্গিলা সোনার চান
তোমার লাইগা মন করে আনচান ২বার
বুকের ভিতর রাইখা গাইতাম ২বার
মমতাজের গান
রঙ্গিলা সোনার চান
তোমার লাইগা মন করে আনচান ২বার