![Ek Nojor Tore Jodi Dekhte Paitam Ami](https://source.boomplaymusic.com/group10/M00/10/26/ba0a92196ebd4f7a807c99d180928fb3H3000W3000_464_464.jpg)
Ek Nojor Tore Jodi Dekhte Paitam Ami Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
এক নজর তোরে যদি দেখতে পাইতাম আমি
খুশি হইতো আমার পাগল মনটা
তোর লাইগা পড়ান আমার আনচান আনচান করে
ছটফট করে আমার জানটা
এক নজর তোরে যদি দেখতে পাইতাম আমি
খুশি হইতো আমার পাগল মনটা
কি করে বুঝাই তোরে ওরে সোনার চান
নিরবে কাঁদে আমার অন্তরটা
ছটফট করে আমার জানটা
কন্যারে খাওয়াইছে তোরে কাঞ্চা দুধের সর
সেই কারণে আমার জন্য মায়া নাই রে তোর। ২বার
তোর লাইগা কান্দে মরে আমার অবুঝ মন
পথ চেয়ে থাকি ২৪ ঘন্টা
ছটফট করে আমার জানটা
এক নজর তোরে যদি দেখতে পাইতাম আমি
খুশি হইতো আমার পাগল মনটা
ছটফট করে আমার জানটা
সাথী হারা পাখি একা ঘুরে বনে বনে
পানি ছাড়া মাছের জীবন বাচেরে কেমনে। ২বার
সেই রকম হইলো রে আজ আমার এই জীবন
কি দোষে ভাংলি আমার মনটা
ছটফট করে আমার জানটা
এক নজর তোরে যদি দেখতে পাইতাম আমি
খুশি হইতো আমার পাগল মনটা
ছটফট করে আমার জানটা
কি করে বুঝাই তোরে ওরে সোনার চান
নিরবে কাঁদে আমার অন্তরটা
ছটফট করে আমার জানটা