![কালো রাত্রির মা](https://source.boomplaymusic.com/group10/M00/10/27/f381760c58ea42c7993b0d4f790e0ec8H3000W3000_464_464.jpg)
কালো রাত্রির মা Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
কালো অন্ধকারের মাঝে, মা তুই আলোর রেখা,
সবাই ছুটছে ভিড়ে, তুই একা দাঁড়িয়ে একা।
তোর চোখে আগুন, তোর হাতে খড়্গের ঝাঁপটা,
যখন পৃথিবী জ্বলে, তুই বাঁচাস সবটা।
দেখেছি অনেক ভুল, দেখেছি অনেক দহন,
তোর পায়ের নিচে পড়ে সব পাপের পোঁড়া দহন।
ও মা, কালো রাত্রির মা,
তোর ক্রোধে পুড়ুক সব আঁধার।
ও মা, অমৃতের ধার,
তুই আছিস, আমি হারাই সব ভার।
নাচিস রুদ্র তালেতে, মা তুই বিশ্ব কাঁপাস,
তোর ডাকে সব কিছু থমকে দাঁড়ায়, তুই সব হারাস।
তোর শঙ্খ ধ্বনিতে ঝড় ওঠে, ভাঙে সব সীমা,
যখন তুই আসিস, অমৃত দেয় তোর তৃষ্ণা।
এ জীবনটা তোর কাছে রাখা, এক রক্তের দাগ,
তুই আছিস সব ছেড়ে, তুই পারিস নতুন ভাগ।
ও মা, কালো রাত্রির মা,
তোর ক্রোধে পুড়ুক সব আঁধার।
ও মা, অমৃতের ধার,
তুই আছিস, আমি হারাই সব ভার।
তোর নামে পুড়ি, তোর নামে জ্বলি,
তুই আছিস, তোর গানে জয়গান চলি।
ও মা, আমি তোর তলোয়ার,
তোর ইশারায় কাটবে সব দুঃস্বপ্নের ভার।
ও মা, কালো রাত্রির মা,
তোর ক্রোধে পুড়ুক সব আঁধার।
ও মা, অমৃতের ধার,
তুই আছিস, আমি হারাই সব ভার।