![বিসর্জন](https://source.boomplaymusic.com/group10/M00/10/16/28d4c3447ccd4841bd43026391de8e09H3000W3000_464_464.jpg)
বিসর্জন Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
আকাশ থেকে ঝরে চোখের জল একলা
শহরের ভীড়ে হারায় কাদের বাড়ি জানা।
অচেনা মাঝে খুঁজি হারানো সেই ছায়া
দূরত্বের বেদনায় ভিজে উঠে সবই মায়া।
আনন্দের রঙে ঢেকে ভিতরে কষ্ট থাকে
হাসির নীচে লুকানো শীতল কুয়োর ফাঁকে।
স্বপ্ন অন্ধকারে কোথায় হারায় চিরাগ
মায়ের পায়ের ছাপ খুঁজে আমি আজও নিরাশ।
ফিরবে তুমি কোথায় অন্ধকারের পথ ধরে
মনের কোণে রেখেছি তোমার নাম সযত্নে।
শরতের রং ফুরালো মেরুন হল বন
তোমার জীবন জুড়ে চলল দেবীর বিসর্জন।
ভীড়ের ভেতর একা কারা যেন দাঁড়িয়ে
নিঃশ্বাসে জমা কষ্ট বাঁশির সুর ভেঙে যায়।
স্মৃতির হাত ধরে হারিয়ে চলি অবসাদে
তোমার স্পর্শের দোয়ায় ভিজে যায় সারা দেহ।
দশমীর এই রাতে প্রার্থনা করি নিরবে
মা দুর্গার আশীর্বাদে মুছে যাক সব ব্যথা।
যাই আমি সেই পথে স্মৃতির আলো ধরে
আকাশে ঝরে পড়ুক দুঃখের শেষ প্রহরে।