Sobar Moto Amar Ekjon Moner Manush Chilo Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
সবার মত আমার একজন
মনের মানুষ ছিলো
ভূল বুঝিয়া সে আমাারে
দুঃখ দিয়া গেলো।
তারে ছাড়া এখন। যে আর
বাঁচতে মনে চায় না।
মরতে চাইলেও বিধি কেন
মরন আমায় দেয় না।।
১) ঝড়ের আঘাতে কত
ঘর ভাঙ্গিয়া যায়
ঝড়ের শেষে সে ঘর সবাই
আবার বাইন্ধা লয়।
মনের মানুষ চইলা গেলে
ফিরে ক্যান আসে না।
২) যেখানেই থাকো প্রিয়
সুখে থাকিও
আমার কথা মনে পরলে
ভূলিয়া যাইও।
মরলে সজীব, পাইলে খবর
দেখতে আইও না।।