Emon Valobasha Amar Nai Dorkar Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
কথা : তামভীর আহমেদ
সূর : তামভীর আহমেদ
ভালবাসা চেয়েও যদি
কষ্ট পাই তর উপহার
এমন ভালবাসার নাই দরকার
সুখের লাগি প্রেম করিয়া
জিন্দা থাকতে গেছি মইরা।
খেলার পুতুল নিছে ধইরা
অভিনয় তার চমৎকার।।
বুকের ভিতর দিলাম জায়গা
আমার বুকটা গেলো ভাইঙ্গা।
কান্দি আজও তারি লাইগা
আমায় করলো ব্যাবহার।।
নয়ন জ্বলে যাইরে বেসে
আছি তবু আশার আসে।
এই তামভীরের প্রেমের বিষে
হৃদয় করে হাহাকার।।