Topor Mathay Diye (From Aashiqui) Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
হেই টোপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে
হেই টোপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে
বেনারসি পরে চলে আয়
হেই টোপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে
বেনারসি পরে চলে আয়।
সানাই মনে বাজলো বিয়ে
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে
সানাই মনে বাজলো বিয়ে
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে।
আপলোড
(রাজিব রাজ)
হেই আলতো গোড়া চেপে
জাক জমোক বিয়ে দেখে
অলি গলি চরচা করবে
আমার এবং তোর।
আলতো গোড়া চেপে
জাক জমোক বিয়ে দেখে
অলি গলি চচরা করবে
আমার এবং তোর।
আমি তোর দুল হে রাজা
বাজাবি তোরা বাজা
বাসবে বাসি নাচানাচি সারা রাত ভর।
টোপর মাথায় দিয়ে।
হেই টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
পালকি চরে আয় রে চলে আয়।
সানাই মনে বাজলো বিয়ে
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে
সানাই মনে বাজলো বিয়ে
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে।
আপলোড
(রাজিব রাজ)
সানে না আমার মতো
পাবেনা সশুর মশাই
ব্রাদার ইন লো আমার মতো
পাবে না তোর ভাই
রাকবো তোকে সুখে
আগলে আমার এই বুকে
আমার মতো বর পেলে বল
আর কি তোদের চাই।
টোপর মাথায় দিয়ে
হেই টোপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে
শশুর বাড়ি আয় রে চলে আয়
সানাই মনে বাজলো বিয়ে
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে।
সানাই মনে বাজলো বিয়ে
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। হেই