Allah Jaane (From Agnee 2) ft. Lemis Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা
ও আমার পরান পাখি
যাস না তুই দিয়ে ফাখি
আরে ও আমার পরান পাখি
যাস না তুই দিয়ে ফাকি
আমি তোর প্রেমে পাগলা
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা
রাজিব রাজ
আরে জানি আমি জানি
তোর মনের খবর জানি
তুই মিঠা মিঠা কথার রাজা
মজনু হওয়া নয় রে সোজা
আরে জানি আমি জানি
তোর মনের খবর জানি
তুই মিঠা মিঠা কথার রাজা
মজনু হওয়া নয় রে সোজা
এই মনটাকে রেখে বাজি
তোর প্রেমে মরতে রাজি
মনটাকে রেখে বাজি
তোর প্রেমে মরতে রাজি।
পাক্কা দিবানারে স্যায়েলা
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা।
হো ও ও জানি আমি জানি
তুই পরে সেরোয়ানী
তুই সাজবিরে ঠিক দুলহা রাজা
আছবি নিয়ে ব্রান্ডবাজা।
জানি আমি জানি
তুই পরে সেরোয়ানী
তুই সাজবিরে ঠিক দুলহা রাজা
আছবি নিয়ে ব্রান্ডবাজা।
এক কোথায় আমি রাজি
তুই বললে ডাকবো কাজি
এক কোথায় আমি রাজি
তুই বললে ডাকবো কাজি
চমকাবে সাড়া বাংলা।
ও আল্লাহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা
ও আল্লাহ জানে জানে জানে জানে জান
তুই আমার লায়লা
ও আল্লাহহ জানে জানে জানে জানে জানে
তুই আমার লায়লা।