![Proshno প্রশ্ন ft. Kumkum](https://source.boomplaymusic.com/group10/M00/09/25/a8845049d145485fa131781437f0fcffH3000W3000_464_464.jpg)
Proshno প্রশ্ন ft. Kumkum Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
প্রশ্ন
দলের উর্ধে দেশ না কি দেশের উর্ধে দল ?
প্রশ্ন রেখে গেলাম শুধু ঘোলা করো না জল ।।
প্রাণের চেয়ে দামী কি আর আছে কোন কল ?
প্রশ্ন রেখে গেলাম শুধু ঘোলা করো না জল।
দেশ মানে কি বিভেদ হওয়া মতের অমিল হলে ?
দেশ মানে কি রক্তের দাগ মায়ের আঁচলে ?
কোন বিধানে লেখা আছে দাবীর বদলে খুন ?
মত প্রকাশের স্বাধীনতা তো পান্তা ভাতে নুন ।
যাদের টাকায় কেনা গুলি তাদের বুকেই ছুড়ছো
এক মাটিতেই জন্ম তবু শত্রু হয়ে লড়ছো,
বাংলা নিয়ে দুশমনি ভাই যেই করেছে মরেছে
হাজার বছরের ইতিহাস স্বাক্ষী হয়ে আছে।
আমার কোন দল নেই সোনা আমিই বাংলাদেশ
বাবা করেছিলো মুক্তিযুদ্ধ আমি ছেড়েছি দেশ,
তবু কোটি জনতার কিছু হলে আজও কেঁদে ওঠে প্রাণ
আমি বোকা তাই প্রতিবাদ করে গাই মানুষের গান।
দলের উর্ধে দেশ না কি দেশের উর্ধে দল ?
প্রশ্ন রেখে গেলাম শুধু ঘোলা করো না জল ।।
প্রাণের চেয়ে দামী কি আর আছে কোন কল ?
প্রশ্ন রেখে গেলাম বন্ধু ঘোলা করো না জল।
প্রশ্ন রেখে গেলাম শুধু ঘোলা করো না জল।
প্রশ্ন রেখে গেলাম বন্ধু ঘোলা করো না জল।