![বিচার Bichar](https://source.boomplaymusic.com/group10/M00/09/22/642419825182421ba08c1ab85aa2711cH3000W3000_464_464.jpg)
বিচার Bichar Lyrics
- Genre:Reggae
- Year of Release:2024
Lyrics
বিচার
কত দিন আর সইবে মানুষ দানবের যন্ত্রনা
এ পৃথিবী তবে কি আর মানুষের হবে না
মেনে নিতে শিখে নিয়েছি কি আমরা অন্যায় আর ভূল
শোকে বুকে জ্বলছে অনল পুঁড়ছে বকুল
"হাড় কাঁপিয়ে বাজছে ডঙ্কা নেই আজ শঙ্কা
সময়ের ডাকে হয়েছি একাট্টা পথ যত হোক বাঁকা"
নালিশে নালিশে আজ শহরের হাওয়া ভারী
মানুষের চেহারায় দানবের পায়চারি
বিচারের নামে আজও প্রহসন নয় ছয়
জেনেও তো অতীতে মানুষেরই হয়েছে জয়
"হাড় কাঁপিয়ে বাজছে ডঙ্কা নেই আজ শঙ্কা
সময়ের ডাকে হয়েছি একাট্টা পথ যত হোক বাঁকা"
মানবাধিকার যদি শুধু থাকে সংবিধানে
লাভ কি যদি না লাগে তা মানুষের কল্যাণে
কাঁহাতক সওয়া যায় দূর্নীতি অবিচার
স্বাভাবিক মৃত্যুও তো মানুষেরই অধিকার
"হাড় কাঁপিয়ে বাজছে ডঙ্কা নেই আজ শঙ্কা
সময়ের ডাকে হয়েছি একাট্টা পথ যত হোক বাঁকা"