GAMCHA PORA POLA Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
কলসি নিয়ে যখন আমি
জল আনিতে যাই,
একটা গামছা পরা পোলা আমার
পিছে পিছে যায়।(২)
আমার রুপের ঝলকে তার
মন কেড়েছে।
একটা গামছা পড়া পোলা
আমার প্রেমে পড়েছে।(২)
১) নাওয়া খাওয়া ছাইড়া দিয়া
ঘোরে আমার পিছু।
আমায় ছাড়া তার নাকি
ভাল লাগেনা কিছু।(২)
আমায় নিয়ে বাসর করার
স্বপ্ন দেখেছে।
২) বিয়ের প্রস্তাব নিয়ে আমার
আসতে চায় সে বাড়ি
আমারে না পাইলে নাকি
গলায় দিবে দড়িঁ।(২)
পাড়ার লোকে কয় তারে
ভূতে ধরেছে।