Soite Pari Nare Doyal Re (Pt 7) Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
আমার হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
বুকে জ্বলে চিতার আগুন
চোখে প্রেমের নেশা
কিসের ভালবাসলা তুমি
মন ভাঙ্গা তোর পেশা
সইতে পারি নারে দয়াল রে
রুবির প্রেমের জ্বালা
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
ছাইরা যদি যাবি রে তুই
কেন জড়ালে
সাধের ভালবাসা দিয়ে কোথায় হারেলে
সইতে পারি নারে দয়াল রে
রুবির প্রেমের জ্বালা
বুকে জ্বলে চিতার আগুন
করে ঝালাপালা
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা