Duhkho Namer Tori Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
মারলি মারলি কলিজাতে
পিরিতেরো ছুরি,,,,,
প্রেমের রং আজ সাদা কালো
দুঃখ নামের তরী,,,।।
যে ভাষায় সে জিন্দা মরা,,।।
এই ভব সংসারে,,,
মন হারালে যায় না পাওয়া
মনের মত মন,,,,
ভালোবাসা হারায় গেলে
শূন্য হয় জীবন,,,,।।
সুখের তরী ডানে বইরে
দুখেরে তরী বায়ে,,,,
দুঃখ পাইতে সুখের তরী
ঠেলে দিলা পায়ে